না’গঞ্জের যেসব সুবিধা পাওয়ার কথা আমরা পাচ্ছি না: শামীম ওসমান

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এটা সত্য নারায়ণগঞ্জের যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা আমরা সেটা থেকে বঞ্চিত। নারায়ণগঞ্জের যেসব সুবিধা পাওয়ার কথা তা পাচ্ছি না। নারায়ণগঞ্জে সর্বস্তরের দল-মত নির্বিশেষে সমাজের প্রতিনিধিত্বকারী সকলকে ডেকে আমরা একটু আলোচনায় বসব। এবাউট আওয়ার নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে নগরীর ওসমানী স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আমাদের কিছু ভাল কাজ করা দরকার। হাতে সময় খুব কম, প্রতিদিন একটা করে সেকেন্ড চলে যাচ্ছে। আমরা চাচ্ছি, নারায়ণগঞ্জে সর্বস্তরের দল-মত নির্বিশেষে সমাজের প্রতিনিধিত্বকারী সকলকে ডেকে আমরা একটু আলোচনায় বসব। এবাউট আওয়ার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে টোটাল সমস্যা নিয়ে। এরমধ্যে খেলার মাঠ থাকবে, আইন-শৃঙ্খলা থাকবে, ট্রাফিক জ্যাম থাকবে-সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং সেইখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের। এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করলে যখন সমষ্ঠিগতভাবে এর সমাধান খুঁজে বের করব-যদি আমরা যৌথভাবে এগিয়ে যাই।
তিনি আরও বলেন, আজকে যিনি ডিসি আছেন, কালকে হয়তো থাকবেন না। কিন্তু একটা স্যাটিসফেকশন নিয়ে যাবেন। এই স্যাটিসফেকশন একটি বড় ব্যাপার। তারা তখন বলতে পারবেন-আমরা থাকাবস্থায় নারায়ণগঞ্জে এই ভাল কাজগুলো করে এসেছি। আর আমরা যারা জনপ্রতিনিধি তাদের এটা-দায়িত্ব।
নেপালে অনুষ্ঠেয় সাফ গেমসে বাংলাদেশের অর্জনের প্রশংসা করে শামীম ওসমান আরও বলেন, আমাদের বাচ্চারা এত কম সুযোগ-সুবিধা পেয়েও আজকে ইতোমধ্যে সাফ গেমেসে ২২টি পদক আমরা ছিনিয়ে এনেছি। আমরা আশা করছি এই তালিকা আমরা উর্ধ্বে থাকব। এই লাল-সবুজের পতাকাকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব সকলের। এটা কোন পলিটিশিয়ানের একার না, প্রশাসনের একার না।
জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, ক্রীড়া ব্যক্তিত্ব কুতুবউদ্দিন আকসীর, নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সরকারী কৌশুলী (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন, আলহাজ¦ খবিরউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিক প্রমুখ।