বক্তাবলী শোক দিবস পালনের প্রস্তুতি ওয়েলফেয়ার এসোসিয়েশনের
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ২৯ নভেম্বর শহীদ বক্তাবলী দিবস পালনের প্রস্তুতি নিয়েছে বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশন। এ লক্ষ্যে বুধবার (২৭ নভেম্বর) এক প্রস্তুতি সভা করেছে সংগঠনটি।
লক্ষ্মীনগর সংগঠনটির কার্যালয়ে সহসভাপতি জামালউদ্দিন বারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-সাধারন সম্পাদক মতিউর রহমান ফকির, সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী, সহ সাধারন সম্পাদক রাজিব হোসেন সাগর প্রমুখ।
সভায় শহীদ বক্তাবলী দিবস উপলক্ষ্যে শহিদ পরিবারকে আর্থিক সন্মাননা প্রদান, শহিদদের জন্য মিলাদের মাধ্যমে দোয়া প্রার্থনা, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করার সিদ্বান্ত নেয়া হয়।
২৯ নভেম্বর নারায়ণগঞ্জের বক্তাবলী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ১৩৯ নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ২২টি গ্রাম।দিবসটিকে স্মরণ করে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সামজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছে।