না’গঞ্জে পুলিশের ৮টি প্রকল্পের উদ্বোধন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে পুলিশের আটটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি৷

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ লাইনসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ সময় আইজিপি ফিতা কেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন৷

 

উন্নয়ন প্রকল্পগুলো হলো- নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস ব্যারাক ভবন, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সিদ্ধিরগঞ্জ থানা ভবন, নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, আড়াইহাজার থানাধীন গোপালদী তদন্ত কেন্দ্র ভবন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস আবাসিক টাওয়ার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস মাল্টিপারপাস হল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, আড়াইহাজার থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন৷

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন) মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ইন্ড্রাস্টিয়াল পুলিশ) আব্দুস সালাম, ডিআইজি (ফাইনান্স এন্ড ডেভেলপমেন্ট) আবু হাসান মুহাম্মদ তারিক, ডিআইজি (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম, ব়্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (স্কোয়াড্রন লিডার) মো. রেজাউল হক, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলমসহ বাংলাদেশ পুলিশ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ৷

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com