কাল না’গঞ্জে আসছেন আইজিপি

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আসছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইনসে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে ফতুল্লায় কমিউনিটি ব্যাংকের পঞ্চবটি শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন তিনি।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত কার্যক্রমে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলামসহ পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।