আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের উপর সামেদ বাহিনীর হামলা!

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জামিন নিতে আসামীদের উপর প্রকাশ্য আদালত প্রাঙ্গণে হামলা চালিয়েছে সদর উপজেলার বক্তাবলীর দুস্য বাহিনীখ্যাত সামেদ হাজীর লোকজন। তাদের হামলায় মান্নান ও মাসুদ নামের দুইজন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

 

হামলার শিকার রহিম হাজীর লোকজন জানান, পুলিশের দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে আসা লোকজনের উপর সামেদ হাজী পুত্র ওসমান গণি, আলমগীর, আতিক ও আনিসের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

 

পরে আদালত চত্ত্বরে দায়িত্বরত পুলিশ সদস্য আতিক সহ দুইজনকে পাকড়াও করে। পরে পুলিশের কাছে ক্ষমা চেয়ে কোনমতে পালিয়ে যায়।

 

তবে এ বিষয়ে সামেদ হাজীর অন্যতম সহযোগী ও জয়নাল মণ্ডল হত্যা মামলার আসামী আলমগীর সাংবাদিকদের জানান, আমি কারো উপর হামলা করি নাই। উভয়পক্ষের লোকজনকে ছাড়িয়ে দিয়েছি।

 

তবে রহিম হাজীর লোকজনের দাবি, সন্ত্রাসীরা আগে থেকেই রাস্তায় ওৎ পেতে বসেছিল। ফতুল্লার রামারবাগ এলাকার কয়েকজন সন্ত্রাসীকে ভাড়া এনে তাদের উপর এ হামলা চালানো হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com