জন্মদিনে স্বজনদের ভালবাসায় সিক্ত সমাজকর্মী রাশেদুল

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলীতে জন্মদিনে স্বজনদের ভালবাসায় সিক্ত সমাজকর্মী ও সংগঠক রাশেদুল ইসলাম সুমন। তিনি বক্তাবলীর এবি ফ্রেন্ডস এস্যোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত বক্তাবলীর যুগ্ন-সম্পাদক।
শুক্রবার(২২ নভেম্বর) ছিল রাশেদুল ইসলামের জন্মদিন। বক্তাবলীতে রাশেদুলের এই জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে উৎসব পালন করেন তার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খীরা।
সোস্যাল মিডিয়াতে ও তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
রাশেদুলের জন্মদিন উপলক্ষে এবি ফ্রেন্ডস এস্যোসিয়েশনের সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক জানান, সবার কাছে রাশেদুল একজন সাদা মনের মানুষ হিসেবেই পরিচিত । তাকে সামাজিক যে কোন ভালো কাজে আমরা সবসময় সবার আগে পাই। ছোট থেকেই সে সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত। এলাকার কারো বিপদে সে ঝাপিয়ে পড়ে নিঃস্বার্থ ভাবে। এমন একজন মানুষের জন্য শুভ কামনা রইল।
উল্লেখ্য রাশেদুল ইসলাম আরো কয়েকটি সংগঠনের সাথেও যুক্ত আছেন। তার মধ্যে অগ্রযাত্রার সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আওয়ামীলীগের রাজনৈতির সাথেও যুক্ত আছেন । বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম (বোট) এর নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।