আড়াইহাজারে ৮ জুয়াড়ি গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে জুয়া খেলার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের ভিটি কামালদী এলাকার নজরুল ইসলামের পুকুর সংলগ্ন কাঠ বাগানে একদল জুয়াড়ি বসে জুয়া খেলছে এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টহলরত একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের অভিযানের সময় জুয়াড়িরা দৌড়ে পালানোর সময় পুলিশ ৮ জুয়াড়িকে জুয়া খেলার টাকাসহ গ্রেফতার করে। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হল- উপজেলার ভিটি কামালদী এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে সফিকুল ইসলাম (৩৬), আক্তার উদ্দিনের ছেলে সারোয়ার ভুইয়া স্বপন(৪৫), কদম আলীর ছেলে আমান মিয়া (৩৫), ঝাউগড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে খোকন মিয়া (৪২), সোনারগা উপজেলার বুরুমদী এলাকার ফজলুল হকের ছেলে সফিকুল ইসলাম (৩৬), জজ মিয়ার ছেলে নুরুল হক (৩৩), ধন্দী এলাকার আঃ মতিনের ছেলে আলম হোসেন (৪৭) ও শুককান্দি এলাকার আঃ মালেকের ছেলে সফিকুল ইসলাম(৩৪)।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।