মুসলিমনগরে গ্যাসের চুলা থেকে ভয়াবহ আগুন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার মুসলিমনগর নয়াবাজারে গ্যাসের চুলা থেকে ভয়াবহ  আগুন লেগে ১টি বাড়ি পুড়ে ছাই হয়েছে।

 

শুক্রবার(২২নভেম্বর) সন্ধায় মুসলিমনগর নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দাবি, একজন নারী ও দুইজন শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, যে বাড়িটি আগুনে পুড়েছে সেটি মুসলিমনগরের ইলিয়াস মিয়ার বাড়ি। বাড়িটি টিনসেটের দোতালা এবং নিচে ২০টি রুম, উপরে ২০টি রুম ছিল। আগুনে বাড়িটির সবগুলো রুম পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়াদের মালামালও পুড়ে ছাই হয়েছে।

 

 

বাড়ির এক ভাড়াটিয়া সূত্রে জানা গেছে, গ্যাসের চুলা থেকে আগুনের উৎপত্তি। চুলায় আগুন জ্বালিয়ে কাপড় শুকাতে দেওয়া হয়েছিল। পরে কাপড়ে আগুন লেগে উপড়ে উঠে যায় আগুনের শিখা এবং ঘরে আগুন লেগে যায়। তৎক্ষণাত বাড়ির লোকজন ভিতর বেরিয়ে যায়।

 

 

খবর শুনে নিকটবর্তী একটি পোষাক কারখানা ‘ক্রোণী গ্রুপে’র নিজস্ব ফায়ার সার্ভিস এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার কর্মী জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। এখোনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি ।

 

উল্লেখ্য রাস্তায় জ্যাম থাকার কারণে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট দেরীতে পৌছায়।

 

 

One thought on “মুসলিমনগরে গ্যাসের চুলা থেকে ভয়াবহ আগুন

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com