বক্তাবলীতে জমে উঠছে নেতাদের ফেসবুক লড়াই!

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নানা কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যম এখন প্রচার-প্রচারণার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। হালে-এ মাধ্যমকে বলা হচ্ছে বিকল্প গণমাধ্যম। কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও এখন এই ফেইসবুকে সরব। যে কোন ইস্যুতেই ফেইসবুক জানান দিচ্ছে নিজের অস্তিত্ব।

 

গত কয়েকদিন ধরে সদর উপজেলার বক্তাবলীতে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের লড়াই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীরা নিজেদের ফেইসবুক আইডি থেকে প্রতিপক্ষ প্রার্থীকে উদ্দেশ্য করে নানা স্টাটাস দিচ্ছেন। একজন আরেকজনের নাম প্রকাশ না করলেও স্টাটাসে ভাষা ও ধরণ দেখেই সহজেই স্থানীয়রা বিষয়টি বুঝতে পারছে। শুধু নেতারাই নয়, তাদের অনুগামী কর্মীরাও নেমেছেন-এই ফেইসবুক লড়াইয়ে। নেতাদের পক্ষ নিয়ে তারাও দিন-রাত এই লড়াই নিজেদের পক্ষে নানা মন্তব্য করছেন।

 

তবে বিষয়টি বেশ উপভোগ করছেন স্থানীয় মুরুব্বীরা। তাদের নিজেদের কোন এ্যাকাউন্ট না থাকলেও নবীনদের ডেকে ডেকে কে কী লিখছে, কার কী মন্তব্য এসব শোনে তারাও নিজেদের মত করে নানা আলোচনায় এলাকার চায়ের দোকান ও মুদি দোকানগুলো গরম রেখেছেন।

 

এ লড়াইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আনোয়ার হোসাইনকে দেখা গেছে। কিন্তু অপর সাধারণ সম্পাদক প্রার্থী খোরশেদ আলম মাস্টার ফেইসবুক ব্যবহার করে শুধু নিজের প্রচার-প্রচারণায় ব্যস্ত রেখেছেন।

 

তবে বিষয়টিকে সাধারণভাবে দেখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন। তিনি বলেন, বক্তাবলীর মানুষ খুব বিচক্ষণ। যে যার মতো যতোই স্টাটাস দিক না কেন, এলাকার মানুষ ঠিকই বুঝে। তবে ফেইসবুক নি:সন্দেহে একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম, সবার উচিত এটাকে ভাল কাজে ব্যবহার করা।  তবে ফেইসবুকে লড়াই আসল লড়াই নয়, মাঠের লড়াইয়েই নেতা হয়। মাঠে ছিলাম, থাকবো।

 

এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া বলেন, ফেইসবুকের স্টাটাস তো সব নয়, মাঠের রাজনীতি ও অতীত কর্মকা- এলাকার মানুষ ও কর্মীরা বিবেচনা করবে।

 

এ বিষয়ে কথা হয় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, আসলে ফেইসবুক তো আসল না, আসল হচ্ছে মাঠ। মাঠের রাজনীতির ভূমিকাই নির্ধারণ করবে কে হবেন নেতা।

 

 

তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী খোরশেদ আলম মাস্টার বলেন, আমি ফেইসবুকে নিজেকে নিয়েই টুক-টাক স্টাটাস দেই। কারো বিরুদ্ধে বদনামও করি না, তবে কেউ যদি আমার বিরুদ্ধে বদনাম করে করুক।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com