আসলাম সানীর ক্রোণী এ্যাপারেলসকে ৭০ লাখ টাকা জরিমানা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় ক্রোনি এপারেলসকে (নিটিং, ডাইং ও প্রিন্টিং ইউনিট) ৬৯ লাখ ৯২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মালিক নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমই’র সাবেক সহ সভাপতি আসলাম সানি।

 

বুধবার (২০ নভেম্বর) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এক অভিযানে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক রুবিনা ফেরদৌসী এ ক্ষতিপূরণ ধার্য করে।

 

এ বিষয়ে রুবিনা ফেরদৌসী বলেন, ক্রোনি এপারেলসের ইটিপি থাকা সত্ত্বেও তারা তা ব্যবহার করছেন না। প্রতিষ্ঠানটির বিষাক্ত ও দূষিত পানি বাইপাস দিয়ে সরাসারি নদীতে পড়ছে। তাছাড়া তাদের ইটিপির ছাড়পত্রও নেই। আজকে শুনানি ছিল। এসব অপরাধে ৬৯ লাখ ৯২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com