আসলাম সানীর ক্রোণী এ্যাপারেলসকে ৭০ লাখ টাকা জরিমানা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় ক্রোনি এপারেলসকে (নিটিং, ডাইং ও প্রিন্টিং ইউনিট) ৬৯ লাখ ৯২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মালিক নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমই’র সাবেক সহ সভাপতি আসলাম সানি।
বুধবার (২০ নভেম্বর) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এক অভিযানে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক রুবিনা ফেরদৌসী এ ক্ষতিপূরণ ধার্য করে।
এ বিষয়ে রুবিনা ফেরদৌসী বলেন, ক্রোনি এপারেলসের ইটিপি থাকা সত্ত্বেও তারা তা ব্যবহার করছেন না। প্রতিষ্ঠানটির বিষাক্ত ও দূষিত পানি বাইপাস দিয়ে সরাসারি নদীতে পড়ছে। তাছাড়া তাদের ইটিপির ছাড়পত্রও নেই। আজকে শুনানি ছিল। এসব অপরাধে ৬৯ লাখ ৯২ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।