আইনজীবীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ সালাউদ্দিনের
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সুপ্রীম কোর্টের আইনজীবী এড. জাকারিয়া হাবিবের ভূমি দখলের অভিযোগ অস্বীকার করে উল্টো আইনজীবীর বিরুদ্ধে সরকারী জমি দখলের অভিযোগ তুলেছেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ।
তিনি আইনজীবী জাকারিয়া হাবিবের সংবাদ সম্মেলনকে মিথ্যাচার উল্লেখ করে বলেন, জমিটি তার নয়। ওটা সরকারী জমি। ওখানে সরকারী কাজে ড্রেণ নির্মাণ করা হচ্ছে। বরং তিনিই (জাকারিয়া হাবিব) সরকারী জমির উপর ভবন নির্মাণ করেছেন। এটা চেয়ারম্যান সাহেবও জানেন।
এর আগে বুধবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন এড. জাকারিয়া হাবিব।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পঞ্চবটি হরিহরপাড়া এলাকায় আমার ১৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি রয়েছে। যেখানে একটি তিনতলা বাড়ি ও তিনটি দোকান ছিল। সরকারি ড্রেন করার অযুহাত দেখিয়ে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার সালাউদ্দিন দোকান তিনটি ভেঙে দেন। ২০১৬ সাল থেকে আমার জমি দখলের জন্য তিনি ও তার বাহিনী বিভিন্নভাবে আমাকে হয়রানি করে যাচ্ছিলেন। যার এক পর্যায়ে তারা আমার উপর হামলাও করে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ প্রশাসন আমাকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারেনি। পরবর্তীতে ২০১৭ সালে তথ্য অধিকার আইনের প্রয়োগে আমি জানতে পারি, কোনো সরকারি অধিদপ্তর বা প্রশাসন আমার দোকান ভাঙার অনুমতি দেয়নি বরং সালাউদ্দিন আমার জমি দখল করার জন্য জোরপূর্বক আমার জমিতে সরকারি ড্রেন নির্মাণ করেন।
সম্প্রতি তিনি আবার আমার জমি দখলের প্রচেষ্টা করে যাচ্ছেন। ১৮ নভেম্বর আমার বাড়ির কেয়ারটেকার আমাকে ফোন দিয়ে বলেন, সালাউদ্দিন বাড়ির উত্তর পাশের টিনের বেড়া খুলে নেন এবং সেখানে অটোস্ট্যান্ড তৈরি করবেন। বিকেলে আমি ঘটনাস্থলে পৌছালে তাদের সঙ্গে আমার বাকবিতন্ডা হয়। এ সময় তারা আমাকে হেনস্তা করে এবং হুমকি-ধমকি দেয়। তখন আমি ৯৯৯ এ ফোন করলে পুলিশ প্রশাসনের সহযোগিতায় রক্ষা পাই এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
তবে সালাউদ্দিনের অভিযোগটি সত্য নয় বলে জানান আইনজীবী জাকারিয়া হাবিব। তিনি বলেন, জমিটি সরকারী হলে সরকার অনেক আগেই এ্যাকশনে যেত। বসে থাকতো না। এ জমিটি উচ্চ আদালতের রায়ে প্রাপ্ত।