ফতুল্লায় রিমাণ্ডে অস্ত্রের তথ্য দিল কিশোর গ্যাং সদস্য
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পুলিশি রিমাণ্ডে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্রের তথ্য দিয়েছে পুলিশের হাতে গ্রেফতার হওয়া কিশোর গ্যাং সদস্য হৃদয় (১৭)। তার দেয়া তথ্যমতে নগরীর পশ্চিম দেওভোগ এলাকায় মাটি নিচ থেকে গুলিভর্তি একটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে হৃদয়ের দেয়া ওই তথ্যে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।
হৃদয় নগরী দেওভোগ এলাকার কিশোর গ্যাং লিডার র্যাবের ক্রসফায়ারে নিহত তুহিনের সহযোগী। হৃদয় দেওভোগ পূর্বনগর এলাকার শাকিল হত্যা মামলার অন্যতম আসামি। তিনদিন আগে ফতুল্লার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ৩ দিনের রিমাণ্ডে নেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, হৃদয়ের দেয়া তথ্যমতে পশ্চিম দেওভোগ বালুরমাঠ এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। হৃদয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।