না’গ‌ঞ্জে লবন নিয়ে গুজব, আটক ২

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সামাজিক যোগাযোগ মাধ্যমে লবন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো- রহিম (২০) ও অহিদুল ইসলাম (২৮)।

 

রহিম নগরীর নাগবাড়ি এলাকার আব্দুল হালিমের ও অহিদুল ইসলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জের সরু মিয়ার পুত্র।

 

পুলিশের অভিযোগ, আটক দু’জন প্র‌তি কে‌জি লবন ১০০ টাকা কে‌জি দ‌রে বিক্রী কর‌ছি‌লো এবং বাজা‌রে লবন সংক‌টের গুজব সামা‌জিক যোগাযোগ মাধ্যম ফেইসবু‌কে ছ‌ড়ি‌য়ে দি‌য়ে বাজা‌রে অ‌স্থি‌তিশীল প‌রি‌বেশ সৃ‌ষ্টির পায়তারা কর‌ছি‌লো। প্রাথ‌মিক তদ‌ন্তে তারা অপরা‌ধের কথা স্বীকার ক‌রে‌ছে ব‌লে জানায় সদর থানা পু‌লিশ।

 

এ বিষ‌য়ে নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ অাসাদুজ্জামান জানান, লব‌নের দাম বাড়ার গুজব ছড়া‌নো এবং বাজা‌রে লবন সংক‌টের মিথ্যা তথ্য দি‌য়ে বে‌শি দা‌মে লবন বিক্রীর অ‌ভি‌যো‌গে নিতাইগঞ্জ থে‌কে র‌হিম এবং দিগুবাবুর বাজার থে‌কে অ‌হিদুল না‌মে দু’জন‌কে গ্রেফতার ক‌রে‌ছি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com