সাংবাদিক নয়নের পরিবারের দায়িত্ব নিলেন নাহিদা বারিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সাংবাদিক মেহেদী হাসান নয়নের দাফন সম্পন্ন করা হয়েছে। বাদ এশা দেওভোগ পাক্কা রোড স্কুল মাঠে নয়নের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নয়নের শেষ ইচ্ছায় তাঁকে পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাযায় হাজারো মানুষের অংশগ্রহ ছিল। নয়নের লাশ বাড়িতে আনার পর থেকে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে তার বন্ধু বান্ধব আত্মীয় স¦জন ও এলাকাবাসী শেষবারের মত তাকে দেখতে ভীড় জমায় । এসময় সবার চোখে মুখে বিষাদের ছাপ দেখা যায়। সাবাই তাঁকে অশ্রুশিক্ত নয়নে বিদায় জানায় এবং দোয়া কামনা করেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক নয়নের মৃত্যু সংবাদ শুনে তাকে দেখতে আসেন। এসময় তিনি নয়নের পরিবারকে সান্তনা দেন এবং তার পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।
১৭ নভেম্বর রবিবার রাত প্রায় ৮ টার সময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক ছুটে আসেন নয়নের বাড়িতে। এ সময় সাংবাদিক নয়নের স্ত্রীকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও ছোট সন্তানটির ভবিষ্যতের কথা বিবেচনা করে নয়নের পরিবারের জন্য সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।
এদিকে, সাংবাদিক মেহেদী হাসান নয়নের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম এর পক্ষ থেকে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন । ১৭ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮ টার দিকে পাইকপাড়া বড় কবর স্থানে এসে এ শ্রদ্ধা জ্ঞাপন তিনি ।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, সাংবাদিক নয়নের মৃত্যুতে জেলা পুলিশ সুপার শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন। অফিসিয়াল ব্যস্ততায় তিনি বাহিরে থাকায় তিনি আসতে পারেন নি।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহকাল ত্যাগ করেন ফটো সাংবাদিক মেহেদী হাসান নয়ন। এরআগে তাঁকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
প্রসঙ্গত, মরহুম মেহেদী হাসান নয়ন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং টাইমস্ নারায়ণগঞ্জের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।