বাবার লাশ রেখেই পরীক্ষা দিলো কন্যা!

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রাতে মারা গেছেন বাবা। সকালে গোসল শেষে তাকে দাফন করা হবে। শেষ সময়ে বাবার পাশেই থাকার ইচ্ছা ছিল শিশু জ্যোতির। কিন্তু বাদ সাধলো তার পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষা কক্ষে পরীক্ষা দিতে বসে সে। পুরো সময় কাঁদতে কাঁদতে পরীক্ষা শেষ করে জ্যোতি।

 

বাড়িভর্তি হাজারো স্বজন আর গ্রামবাসী। শোক আর কান্নায় যেন ঐ এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চলছে শেষ গোসলের প্রস্তুতি। সে অবস্থায় বাবার একমাত্র আদরের মেয়েটি প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে। তার বাবা তাকে বলেছিলেন, ‘লেখাপড়া করে অনেক বড় হতে হবে’। এ কারনে বাবাকে শেষ বিদায় না জানিয়ে পীরক্ষা কেন্দ্রে ছুটে আসে জ্যোতি। কান্নারত অবস্থায় শেষ করে পুরো পরীক্ষা। ততোক্ষনে জানাজা আর দাফন হয়ে গেছে তার বাবার।

 

রূপগঞ্জ উপজেলার হাটাব মধ্যেপাড়া এলাকার হারেজ মিয়ার বাড়িতে ঘটে এ ঘটনা।

 

স্থানীয়রা জানান, হাটাব মধ্যেপাড়া এলাকার হারেজ মিয়ার ছেলে জামান মিয়ার (৪১) হঠাৎ শ্বাসনালীতে ছিদ্র ধরা পড়ে। গত কয়েকদিন যাবৎ তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামান।

সোমবার সকাল ১১ টায় তার জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়।

 

জ্যোতির পরিবার ও আত্মীয় স্বজনরা জানান, দুই ছেলে ও একমাত্র মেয়ের মধ্যে জামান মিয়ার সবচেয়ে আদরের সন্তান ছিল তার মেয়ে জ্যোতি আক্তার। তিনি বলতেন আমার ঘরে বেহেশত এসেছে। মেয়েকে উচ্চ শিক্ষিত বানানোর স্বপ্ন দেখতেন তিনি।

 

হাটাব দক্ষিন বাড়ৈ শিশু নিকেতন ব্র্যাক স্কুলের এবার পিসএসসি পরীক্ষার্থী জ্যোতি সোমবার বাংলা পরীক্ষায় অংশ নেয়।

জ্যোতির কাছে এ ব্যাপারে জানতে চাইলে জ্যোতি জানায়, তার বাবা তাকে অনেক ভালবাসতো। তার বাবা চাইতো সে যেনো পড়ালেখা করে অনেক বড় হয়। এখন চূড়ান্ত এ পরিক্ষা না দিলে তার বাবার আত্মা হয়তো কষ্ট পেতো। এ কারনে নিজেকে কষ্ট দিয়ে বাবাকে বিদায় না দিয়ে পরীক্ষা সম্পন্ন করেছে সে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, শিশুটির বাবা এমন সময় মারা গেছেন সেটা খুবই কষ্টদায়ক। তারপরও শিশুটি বাবা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষায় অংশগ্রহন করেছেন। আমরা তার পরীক্ষার সময় যতোটা সহযোগীতা দরকার করেছি।

 

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com