আবারো মুক্তিযোদ্ধা সংসদের অধিনায়ক কাশীপুরের অনিক

 

ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ প্রিমিয়ার লীগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র’র অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ফতুল্লার কাশীপুরের কৃতি সন্তান শাহ আলমগীর অনিক। অনিক দ্বিতীয়দফায় এ দায়িত্ব পেল। গত বছরও কৃতিত্বের সাথে অধিনায়কত্ব করায় এ বছরও তাকে একই দায়িত্ব দেয়া হলো।

 

সম্প্রতি দ্বিতীয় দফায় ফুটবল দলের নাম ঘোষণার পরে দলের সদস্যদের সাথে পরিচিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

শাহ আলমগীর অনিক কাশীপুর গুদামবাড়ি এলাকার সুরুজ্জামালের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে অনিক দ্বিতীয়।

 

কাশীপুরের এই কৃতি সন্তান ছোটবেলা থেকেই ফুটবলে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। দরিদ্র পরিবারের এই মেধাবী সন্তান দীর্ঘদিন পরিশ্রমের পরে ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

 

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের কয়েকজনের প্রচেষ্টায় স্বাধীন বাংলাদেশে গঠিত হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ১৯৭৭ সালে আবদুল আলীম স্মৃতি টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কেসি’র খেলার মাঠে যাত্রা শুরু। সেবছরই তৃতীয় বিভাগ লীগে অংশ নেয় মুক্তিযোদ্ধা। ১৯৮০ সালে তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয় তারা। পরের বছর দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মুক্তিযোদ্ধা প্রথম বিভাগ লীগ খেলার যোগ্যতা অর্জন করে। মুক্তিযোদ্ধা বাংলাদেশের ফুটবলে এখন প্রতিষ্ঠিত শক্তি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com