স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিকে না’গঞ্জ মহানগরের অভিনন্দন
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুকে অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন।
এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, আমি আশা করবো স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি নিহার রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ আরো গতিশীল ও শক্তিশালী হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার যে ভিশন-২০৪১ রয়েছে তা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক লীগ ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন শেষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এ সংগঠনের নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে নেতাকর্মীদের নিয়ে যোগ দেয় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মহানগর কমিটির সভাপতি মো: জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির হন এই সম্মেলনে।
এসময় আরও উপস্থিত ছিলেন-মহানগর কমিটির সহসভাপতি মানিক শেখ, আব্দুল কাইয়ুম পলাশ, আনিসুর রহমান যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সঞ্চয়, মুরাদ হোসেন মোক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল দে, দপ্তর সম্পাদক ইমরুল রশিদ, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসি, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মামুন, আইন-বিষয়ক সম্পাদক এড. নজরুল ইসলাম, সহ আইনবিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কাজী ওয়াসিক, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা শান্তা, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান আহমেদ ও রাশেদুল ইসলাম সুমন প্রমুখ।
Like!! Great article post.Really thank you! Really Cool.