জাতীয় সম্মেলনে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যোগদান

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

 

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগ দেন মহানগর কমিটির সভাপতি মো: জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।

 

এসময় মহানগর কমিটির সভাপতি জুয়েল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ণের যে রোডম্যাপ তৈরি করেছেন সারা বাংলাদেশকে সারাবিশে^র মানচিত্রে উন্নয়ণের রোল মডেল হিসেবে পরিচিত করিয়েছেন। সুতরাং তার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ তাঁর পাশে থাকবে।

 

জুয়েল আরও বলেন, আমরা আশা করবো এই সংগঠনটিকে আরও শক্তিশালী করতে যারা দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত তাদের হাতে নেতৃত্ব তুলে দিব।

 

তিনি জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন-মহানগর কমিটির সহসভাপতি মানিক শেখ, আব্দুল কাইয়ুম পলাশ, আনিসুর রহমান যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সঞ্চয়, মুরাদ হোসেন মোক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল দে, দপ্তর সম্পাদক ইমরুল রশিদ, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসি, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মামুন, আইন-বিষয়ক সম্পাদক এড. নজরুল ইসলাম, সহ আইনবিষয়ক সম্পাদক সজীব মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক এস আলম রাসেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কাজী ওয়াসিক, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা শান্তা, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান আহমেদ ও রাশেদুল ইসলাম সুমন প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com