শামীম ওসমানকে এনায়েতনগরে ৩টি ওয়ার্ড কমিটির দায়িত্ব দিলেন নেতারা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির দায়িত্ব নিলেন শামীম ওসমান। নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় অবশেষে নেতারাই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের উপর এ তিনটি ওয়ার্ডের কমিটির নেতা নির্বাচনের ভার তুলে দেন।

 

শুক্রবার (১৫ নভেম্বর) পশ্চিম মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনায়েতনগর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামালউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিএম শফি, সহসভাপতি কেএম শহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু আক্তার, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, সাবেক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রধান, সাধারণ সম্পাদক রঞ্জিত ম-ল প্রমুখ।

 

সভায় ৩টি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করার কথা থাকলেও পদ নিয়ে নানা বিশৃঙ্খলার কারণে নেতারাই এই তিনটি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করার দায়িত্ব নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের উপর অর্পন করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com