ভারমুক্ত হচ্ছেন আইয়ুব-সাত্তার!

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ভারমুক্ত হচ্ছেন আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী ও এম এ সাত্তার! ফতুল্লার কাশীপুরে আওয়ামী লীগের শীর্ষ দু’টি পদ চলছে ভারপ্রাপ্তদের দিয়ে। হাজী আইয়ুব আলী কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও এম এ সাত্তার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তবে খুব শিগগির এই দুই নেতা ভারমুক্ত হতে চলেছেন বলে জানা গেছে। আগামী সম্মেলনে এই দুই নেতা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছেন-এটা প্রায় নিশ্চিত।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা জানান, নভেম্বরেই ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলন। এর আগেই কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। ইতোমধ্যে ইউনিয়নের সবক’টি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিও অনুমোদন করেছেন ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

 

সূত্রটি জানায়, ২০০৩ সালে সবশেষ আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওইসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন দুলাল হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। দীর্ঘদিন উভয়ে দায়িত্ব পালন করেন। এরমধ্যে ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সারাহ বেগম কবরী এমপি নির্বাচিত হবার পরে দুলাল হোসেন কবরীর সাথে রাজনীতি শুরু করেন। কিন্তু গোলাম মোস্তফা সে পথে যাননি। পরবর্তীতে দুই দফা ইউপি সদস্য নির্বাচিত হন গোলাম মোস্তফা। ২০১৬ সালের ৩ মে ইউপি নির্বাচনের মাত্র কিছুদিন পরে মারা যান গোলাম মোস্তফা। এতে সাধারণ সম্পাদকের পদটি খালি হয়। অন্যদিকে রাজনীতিতে নিষ্ক্রিয়তার কারণে দুলাল হোসেনকেও বাদ দিয়ে আইয়ুব আলীকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সম্পাদক এম এ সাত্তারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

 

তবে দুলাল হোসেনের দাবি, কবরীর সাথে রাজনীতি করার কারণে তাকে মাইনাস করা হয়েছে।

 

অন্যদিকে দিন তারিখ নির্ধারিত না হলেও এ মাসেই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ এই দুইপদে অন্য কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। ফলে আগামী সম্মেলনে আইয়ুব আলী ও এম এ সাত্তার সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছেন-এটা প্রায় নিশ্চিত। তবে শেষ সময় কেউ যদি প্রার্থী হয়ে আত্মপ্রকাশ করেন তবে পরিস্থিতি পাল্টেও যেতে পারে।

 

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার মন্তব্য করতে রাজি হননি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com