জশনে জুলুস: নগরীতে ইসলামিক ফ্রন্ট’র ঈদসামগ্রী বিতরণ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১৮ নং ওয়ার্ড কমিটি।

 

নগরীর তোলারাম মোড়ে প্রায় ৫শ’ পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান জাহের শাহ্ আল আবেদী।

 

শনিবার (৯ নভেম্বর) বিকেলে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটি চতুর্থ বারের মতো এ ঈদ সামগ্রী বিতরণ করলো।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা,১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মনির হোসাইন ও হিজবুর রাসূল (সাঃ) ১৮ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক তরিকুল হাসান লিংকন।

 

এ সময় উপস্থিত অতিথিরা বলেন,‘ জাশনে জুলুস উদযাপন নিয়ে অনেকে অনেক ধরণের মন্তব্য করলেও আমরা বলতে চাই এটা উদযাপন কখনই অপ্রাসঙ্গিক নয়। বরং যার কারণে আমরা এই পৃথিবীতে এসেছি। শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ আল-কুরআন পেয়েছি তার জন্মদিনটা আমাদের আনন্দের দিনই হওয়া উচিৎ।’

 

ঈদ সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ১৮ নং ওয়ার্ড কমিটির সিনিয়র সহ সভাপতি রাসেল মাহমুদ, সহ সভাপতি গোলাম মাওলা মুকুল, সাধারণ সম্পাদক গোলাম মাওলা সোহেল, সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুন্না, মোঃ মনির, আশরাফ হোসেন, সিরাজুল ইসলাম, মোঃ শাকিল, মেহেদী হাসান, মোঃ ফারুক, আব্দুল্লাহ আল মামুন মন্টি, মোঃ রোবায়েত মন্তাসির, হাবিবুর রহমান জুয়েল, জুম্মান মৃধা প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com