ফতুল্লায় অটোরিক্সার ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে একটি দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার নিহত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা পুলিশ লাইনসের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নগরীর খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে মাহমুদা আক্তারকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় অটো রিকশা আটক করা হলেও চালক পালিয়ে যায়। আর দোষী অটোরিকশা চালককে আটকের চেষ্টা চলছে।