না’গঞ্জে পুলিশে বদলী আতঙ্ক!

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা পুলিশে বদলী আতঙ্ক বিরাজ করছে। আলোচিত পুলিশ সুপার হারুণ অর রশীদের বদলীর পরে অনুগত পুলিশ সদস্য ও অন্যান্যদের মধ্যে এ আতঙ্ক ছড়িয়েছে।

 

পুলিশ সুপার হারুণ অর রশীদের বদলীর পরে জেলা পুলিশের মুখপত্র ডি আই-২ সাজ্জাদ রুমনকেও বদলী করা হয়। তবে জেলা পুলিশ বিষয়টি সত্য নয় বলে পরে গণমাধ্যমকে জানায়। তবে পুলিশের মধ্যে বদলী আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে এজন্য বিষয়টি নিয়ে ইদুর-বিড়াল খেলা হচ্ছে বলেও দাবি করেছে।

 

তবে পুলিশের পক্ষ থেকে যতই পদক্ষেপ নেয়া হোক ভেতরে ভেতরে হারুণ অর রশিদের অনুগত পুলিশ সদস্যদের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। পুলিশের একটি অংশ দাবি করেছে, শুধু বদলী আতঙ্ক নয়, কয়েকজন পুলিশ সদস্য অতি উৎসাহী হয়ে পুলিশ সুপারের কাজে সহযোগিতার বিষয়টিও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে এনেছে। সময়মতো তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হতে পারে-এমন আতঙ্কও রয়েছে।

 

পুলিশের ওই সূত্রটি জানায়, জেলা পুলিশের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এসপি হারুণের বিষয়ে তদন্তের স¦ার্থে এবং জেলা পুলিশকে ঢেলে সাজাতে এই পরিবর্তন আনা হতে পারে।

 

তবে এ বিষয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কেউ মন্তব্য করতে রাজি হননি।

 

আলোচিত পুলিশ সুপার হারুণ অর রশীদ ২০১৮সালের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জে যোগ দেন। যোগ দেয়ার কিছু দিনের মধ্যে সন্ত্রাস ও মাদকবিরোধী নানা অভিযানের মধ্য দিয়ে আলোচিত হয়ে উঠেন তিনি। বিশেষ করে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে এসব অভিযান নিয়ে একটি দূরত্ব তৈরি হয়। যোগ দেয়ার ১১ মাসের মাথায় গত ৪ নভেম্বর তাকে নারায়ণগঞ্জ থেকে বদলী করা হয়।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com