গ্র্যান্ডমাস্টার জিয়াকে রুখে দিল না’গঞ্জের নীড়!
ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: মাত্র ৯ বছর বয়সে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়া ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় দেখালেন আরেকটি চমক। ক্যারিয়ারে প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারের সঙ্গে খেলে তার কাছ থেকে ছিনিয়ে নিলেন এক পয়েন্ট।
শুক্রবার (৮ নভেম্বর) সপ্তম রাউন্ডে নীড় ড্র করেছেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে।
সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ৫ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
সাড়ে ৪ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন এবং চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।
মনন রেজা নীড় নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার নাজিম রেজার পুত্র। নীড় ফিলোসোফিয়া স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র।
Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.