কাশীপুরে ৯টি ওয়ার্ডে আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদক হলেন যারা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে থানার অর্ন্তগত সবক’টি ইউনিয়নে কমিটি গঠনে তোড়জোর শুরু হয়েছে। একদিকে চলছে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অন্যদিকে ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলোও গঠন করা হচ্ছে। এদিক দিয়ে কাশীপুর ইউনিয়ন এগিয়ে রয়েছে। ইউনিয়নের সবক’টি ওয়ার্ডেই আওয়ামী লীগের কমিটি গঠন প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে ওয়ার্ডগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডকে তিনটি ভাগ করে পর্যায়ক্রমে এসব কমিটি গঠন করা হয়। ১লা নভেম্বর কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠান শেষে এই তিনটি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। একইভাবে সদস্য সংগ্রহ ও নবায়ণ শেষে ৩ নভেম্বর হাটখোলা মাঠে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড ও সবশেষ ৫ নভেম্বর দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমিটিগুলো অনুমোদনও করেছেন।
১নং ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন-গোলাম হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন হেলালউদ্দিন বেপারী।
২নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন বশির উদ্দিন ফাতু, সাধারণ সম্পাদক হয়েছেন বদিউজ্জামান বদু।
৩নং ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য শামীম আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছে খবির উদ্দিন খোকন।
৪নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন গিয়াসউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হয়েছে সাহাবুদ্দিন আহমেদ।
৫নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন নুরুল আমিন, সাধারণ সম্পাদক হয়েছেন সানাউল্লাহ।
৬নং ওয়ার্ডের সভাপতি হয়েছেন শাহ আলম তালুকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন মো: মামুন।
৭নং ওয়ার্ডের সভাপতি হয়েছেন হাজী হারুণ অর রশিদ, সাধারণ সম্পাদক হয়েছেন-আহাম্মদ আলী।
৮নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন নাসির উদ্দিন।
৯নং ওয়ার্ডে সভাপতি হয়েছেন রূপচাঁন সিকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন-কবির হোসেন।
কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী জানান, ইউনিয়ন আওয়ামীলীগকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের অভিভাবক এম সাইফউল্লাহ বাদল ভাইয়ের তত্বাবধান ও নির্দেশে ওয়ার্ডগুলোতে শক্তিশালী কমিটি হয়েছে। তৃণমূল নেতাদের সম্মতিতে ও গণতান্ত্রিক প্রক্রিয়া এসব কমিটি আগামী দিনে আওয়ামী লীগের পতাকা আরো উচ্চে তুলে ধরবেন বলে আমাদের প্রত্যাশা।
তিনি আরও জানান, খুব শিগগির ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিও গঠন করা হবে।