না’গঞ্জে ট্রেণে কাটা পড়ে যুবকের মৃত্যু

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর গলাচিপা এলাকায় ট্রেণ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। চলন্ত ট্রেণ থেকে পড়ে শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন হয় যুবকটির।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা ২০মিনিটের নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া ট্রেণটির দরজার সামনেই দাঁড়ানো ছিল যুবকটি। হঠাৎ ঝাঁকুনিকে পড়ে গিয়ে ট্রেণের নিচেই মাথা চলে যায়। ঘটনাস্থলেই মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়।

 

পরে দুপুর সাড়ে বারোটার দিকে রেলওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবকটির পকেটে গাঁজা ও নেশাজাতীয় দ্রব্য ছিল। তাদের ধারণা যুবকটি মাদকাসক্ত ছিল। তবে কেউ তার পরিচয় দিতে পারেনি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com