অবশেষে নিখোঁজ সেই শিশু ওয়াজিদের লাশ উদ্ধার

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে ঘটনার প্রায় ৪৫ ঘণ্টা পরে নগরীর বাবুরাইলে আস্ত ভবন খালে পড়ে যাবার ঘটনায় নিখোঁজ শিশু ওয়াজিদের (১২) লাশ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহত আরেক শিশু স্বপ্নার দেখিয়ে দেয়া রুম থেকেই ওয়াজিদের মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে ঘটনার দিনেই শোয়েব নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়। তখন এ ঘটনায় আহত হয় আরো তিনজন।

 

স্বপ্নার বরাত দিয়ে আব্দুল্লাহ আরেফিন জানান, গত রোববার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর বাবুরাইলে এইচএম ম্যানশন নামের ওই বাড়িটি হঠাৎ কাপুনি দিয়ে পাশের খালে পড়ে যায়। ওইসময় প্রতিদিনের মতো ওই ভবনে শিক্ষক সোনিয়া বেগমের কাছে তার সঙ্গে ওয়াজেদ ও শোয়েব আরবি পড়ছিল। তখন হঠাৎ শিক্ষক তাদের বলেন, ভবনটি কাঁপছে। এ কথা শোনার পরপরই তারা তিনজন পড়া রেখে উঠে দাঁড়ায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। তারা পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা কোনোমতে পানি থেকে উপরে উঠতে পারলেও ওয়াজেদ পারেনি। স্বপ্নাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রায় দুই ঘণ্টা চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। সেখান থেকে রাত ১০টায় দমকল বাহিনীর কর্মীরা তাকে ঘটনাস্থলে নিয়ে আসে। স্বপ্না ফায়ার সার্ভিসকে আরবি পড়ার রুমটি দেখিয়ে দেয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com