না’গঞ্জের আলোচিত এসপি হারুণ বদলি

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার হারুণ অর রশীদকে সদর দপ্তরে বদলী করা হয়েছে। তাকে পুলিশ হেড কোয়ার্টারে এসপি টিআর হিসেবে বদলী করা হয়েছে।

 

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আদেশ জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র উপ-সচিব ধনজয় কুমার স্বাক্ষরিত ওই পত্রে বদলীর ওই বিষয়টি নিশ্চিত করা হয়।

 

 

দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের কর্ণধার আবুল হাশেমের পুত্রবধু ও নাতি রাজধানীর গুলশানের বাসা থেকে রাতে ঘুম থেকে উঠিয়ে নারায়ণগঞ্জে এনে একটি মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ করেন এম এ হাশেমের পুত্র বিসিবি পরিচালক শওকত আজিজ রাসেল।

 

এ ঘটনায় শওকত আজিজ রাসেলের গাড়িচালককে গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেখিয়ে মামলাও দেয়া হয়। তাছাড়া পরিবারটির অভিযোগ, এ ঘটনায় তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদাও দাবি করেন এসপি হারুণ।

 

ধারণা করা হচ্ছে, পারটেক্স গ্রুপের ঘটনার পরে পুলিশের শীর্ষকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com