রাজধানীতে বেলুন সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

 

প্রতিবেদক,প্রেসবাংলা২৪ডটকম: শখের গ্যাস বেলুন কিনতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়ল ৫ শিশু । শখ করে রং বেরংয়ের বেলুন কিনতে যাওয়াই যেন কাল কাল হলো তাদের ।

 

বুধবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর সড়কে এই মর্মন্তিক ঘটনা ঘটেছে । এতে আহত হয়েছে আরো কয়েকজন । নিহত পাঁচ শিশু হলো: শাহিন (১০), নূপুর (৭), ফারজানা (৯), জান্নাত (১৪) ও রমজান (৮)। আহতদের অনেকেই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা ।

 

সূত্র মতে জানা গেছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে চার শিশুর ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়। পেটে আঘাত পাওয়া আরেক শিশু দৌড়ে সেখান থেকে যাওয়ার পথে সে মাটিতে লুটিয়ে পরে এবং তাৎক্ষনিক সেখানে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে বেলুনবিক্রেতাও আছেন।

 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বেলুন বিক্রেতা মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করতেন। প্রতিদিনের মতো বুধবার বিকেলে রূপনগর ১১ নম্বর সড়কের শেষ মাথায় ফজর মাতবরের বস্তির সামনে বেলুন বিক্রি করতে আসেন তিনি। তাঁকে দেখামাত্রই বস্তির শিশুরা তাঁকে ঘিরে ধরে। এ সময় সিলিন্ডারে পাউডার জাতীয় কিছু একটা ভরছিলেন ওই বেলুন বিক্রেতা। এর কিছুক্ষন পর হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশপাশে থাকা ১০-১২ জন প্রায় ১৫ ফুটের মতো ছিটকে পড়েন।

 

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com