সাংগঠ‌নিকভাবে সফল পূজা প‌রিষদ, নেপ‌থ্যে শিপন সরকার

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদ্য সমাপ্ত হিন্দু ধর্মাবলম্বী‌দের বৃহত্তম উৎসব শারদীয় দূর্গা পূজার ম‌তো শ্যামা পূজা‌তেও নারায়ণগ‌ঞ্জের প্র‌তি‌টি থানায় অনু‌ষ্ঠিত শ্যামা পূজার মন্ডপগু‌লো‌তে আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি সহ পূ‌জোর সা‌র্বিক বিষ‌য়ে খোঁজ খবর নি‌তে ছু‌টে চ‌লে‌ছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন।

 

তার এই বিরামহীন ছু‌টে চলায় সার্বক্ষ‌নিক তার সা‌থে থে‌কে সহ‌যোগীতা কর‌ছেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য প‌রিষ‌দের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সহ অন্যান্য‌ নেতৃবৃন্দ।

 

সোমবার (২৮ অ‌ক্টোবর) সন্ধা থে‌কে গভীর রাত পর্যন্ত এবং মঙ্গলবার (২৯ অ‌ক্টোবর) দিনব্যাপী নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর এবং সি‌দ্ধিরগ‌ঞ্জের বি‌ভিন্ন পূজা মন্ডপ প‌রিদর্শন ক‌রে‌ছেন শিপন সরকার। ত‌বে এই পূজা মন্ডপগু‌লোর অ‌ধিকাংশই ছি‌লো হিন্দু ধর্মাবলম্বী‌দের ম‌ধ্যে সমা‌জে পি‌ছি‌য়ে পড়া জন‌গোষ্ঠী‌দের পূজা মন্ডপ। ‌যেখানকার মানুষগু‌লো অ‌নেক ক্ষে‌ত্রেই সু‌বিধাব‌ঞ্চিত। সেই সু‌বিধাব‌ঞ্চিত মানুষগু‌লোর মন্ডপ প‌রিদর্শন ক‌রে তা‌দের সা‌থে পু‌জোর অানন্দ ভাগ ক‌রে নি‌য়ে‌ছেন শিপন সরকার। নি‌য়েছেন তা‌দের খোঁজখবর। অার তারাও তা‌দের নেতা‌কে কা‌ছে পে‌য়ে হ‌য়ে‌ছেন আবেগাপ্লুত

 

এ বিষ‌য়ে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারন সম্পাদক শিখন সরকার শিপনের সা‌থে কথা হ‌লে তি‌নি ব‌লেন, নারায়ণগঞ্জের উৎসব প্রিয় জনগন ধর্ম বর্ণ নির্বিশেষে শ্যামা মা‌য়ের পূজা উদযাপণ করেছে, কোথাও কোন অপ্রিতিকর ঘটনার সৃষ্টি হয়নি। শারদীয় দু‌র্গোৎস‌বের ম‌তোই আমরা শ্যামা পূজা‌তেও পূজা পরিষদের পক্ষ থেকে জেলার প্রত্যন্ত এলাকার সু‌বিধাব‌ঞ্চিত পি‌ছি‌য়ে পড়া সম্প্রদায়ের পূজা মন্ডপগুলোতে গিয়ে তা‌দের সাথে কথা বলেছি।

 

 

সকলের মুখেই ছিলো উৎসবের আভাস, কোথাও কোন দুর্বিপাকের আলোচনা দেখিনি।

‌তি‌নি আরো ব‌লেন, সমা‌জের উচ্চ‌বিত্তদের পূজা মন্ড‌পে তো সক‌লেই যায়, কিন্তু ‌হিন্দুধর্মাবলম্বী‌দের ম‌ধ্যে পি‌ছি‌য়ে পড়া এই জন‌‌গোষ্ঠীর কোন অা‌য়োজ‌নে কাও‌কে তেমন দেখা যায় না। তা‌দের খোঁজ খবরও কেউ তেমন নেয় না। তাই, যে‌হেতু পূজা প‌রিষদ প্র‌তি‌টি হিন্দু সম্প্রদা‌য়ের অ‌ভিবাবক সংগঠন সে‌হেতু এই সংগঠ‌নের প‌ক্ষ থে‌কে অামরা তা‌দের মন্ডপগু‌লো প‌রিদর্শন ক‌রে তা‌দের খোজখবর নি‌য়ে‌ছি।

 

 

প্রসঙ্গত, নারায়গঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন প‌রিষ‌দের ক‌মি‌টি গঠ‌নের পর থে‌কেই শিখন সরকার শিপ‌নের নেতৃ‌ত্বে অত্যন্ত দক্ষতার সা‌থে সাংগঠ‌নিক কার্যক্রম প‌রিচালনা ক‌রে অাস‌ছে সংগঠন‌টি। অার তা‌কে সার্বক্ষ‌নিক প‌রোক্ষভা‌বে প্রায় প্র‌তি‌টি বিষ‌য়ে সা‌র্বিকভা‌বে সহ‌যোগীতা ক‌রে যা‌চ্ছেন জেলার সভাপ‌তি দীপক কুমার সাহা।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com