প্রশাসনের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: ডিসি
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনময় করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন । তিনি বলেন, প্রশাসনের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
সোমবার (২৮ অক্টোবর) সকালে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় কালে এই হুঁশিয়ারি দেন তিনি।
মাঠ পর্যায়ে সাব রেজিস্ট্রি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস ও ভূমি অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল । কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এই সময় তিনি দুর্নীতি ও হয়রানিমুক্ত অফিস ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় কিভাবে সেবা পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন।