নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় নয়নকে বাঁচানোর প্রত্যয় সাংবাদিকদের
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক এম এইচ নয়নকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বাঁচানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিকরা।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকরা তাদের এ সহকর্মীকে বাঁচাতে সম্মিলতভাবে উদ্যোগের প্রতিশ্রুতি জানান।
ফটোসাংবাদিকদের সংগঠন-ফটো জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা কমিটি এ দোয়ার আয়োজন করে। দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি হৃদরোগে আক্রান্ত মাহমুদ হাসান কচি ও ক্যান্সারে আক্রান্ত এম এইচ নয়নের জন্য দোয়া করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় নয়নের চিকিৎসার বিষয়ে করণীয় সর্ম্পকে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, মানবজমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, প্রবীণ সাংবাদিক নাহিদ আজাদ, সমকালের নারায়ণগঞ্জ প্রতিনিধি এম এ খাঁন মিঠু, খোলা কাগজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু প্রমুখ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- প্রেসবাংলাটুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, জাগোনারায়ণগঞ্জ২৪ডটকম এর সম্পাদক শহীদুল্লাহ রাসেল, সময়নারায়ণগঞ্জ২৪ডটকম এর সম্পাদক সহিদুল ইসলাম।
সভায় আয়োজক সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরে মাহমুদ হাসান কচি ও এম এইচ নয়নের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।