কাশীপুরে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক জেলে

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ক্বারী শহীদুল ইসলাম (৪৭) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (২৭ অক্টোবর) রাতে কাশীপুরের হোসাইনীনগর এলাকার ছাফীনাতুল উম্মাহ মহিলা মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত শহীদুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া থানা সন্দ্বীপের কামাল উদ্দিনের ছেলে।

 

রোববার রাতে মাদ্রাসার কয়েকজন ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলামকে আটক করে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

 

মামলার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার রায় জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, মাদ্রাসার মোহতামীম মাওলানা আব্দুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

পুলিশ জানায়, ২০১৪ সালে কাশীপুরের হোসাইনীনগরে মহসীন তালুকদারের বাড়ি ভাড়া নিয়ে মাদ্রাসার মোহতামীম আব্দুল হক ও অভিযুক্ত শিক্ষক শহীদুল ইসলাম দুইজনে পার্টনারশীপে এ মাদ্রাসাটিকে গড়ে তোলেন। এর আগেও এ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু কেউ অভিযোগ না করার কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায়নি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com