পেটের ভেতরে মিলল ইয়াবা!

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: র‌্যাবের কাছে তথ্য ছিল তার কাছে ইয়াবা রয়েছে। সারাদেহ তল্লাশী করে ইয়াবা মিলেনি। কিন্তু এরপরও হাল ছাড়েনি র‌্যাব। বাধ্য হয়ে তাকে এক্সরে করানো হয়। পরে র‌্যাবের তথ্যের সত্যতা মিলে। পেটের ভেতরে মিলল ইয়াবার অস্তিত্ব। ছোট একটি প্যাকে পেটের ভেতরে ইয়াবা বহন করছিলেন তাইজুল ইসলাম (৪৫) নামের এক স্কুটার চালক। ফতুল্লার পঞ্চবটি রোডে তিনি স্কুটার চালান।

 

বেশভূষায় তাকে দেখে মনে হয় ধর্মপ্রাণ মানুষ মনে হলেও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে গোপন তথ্যে ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর থেকে তাকে আটক করে র‌্যাব।

 

এ বিষয়ে র‌্যাব-১১ এর উপ অধিনায়ক মো. রোজাউল হক জানান, আটকৃত তাইজুল ইসলামের পেট থেকে প্লাস্টিকে মোড়ানো কালো জাম সদৃশ ছোট ছোট প্যাকেট উদ্ধার করা হয়েছে। ওইসব ছোট ছোট প্যাকেট থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com