বন্দরে গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক (১৮) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) রাতে বন্দর থানার কুড়িপাড়ার খালপার এলাকার জনৈক রনি মিয়ার পরিত্যক্ত ঘরে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। মঙ্গলবার দুপুরে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গার্মেন্টস কর্মীর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করে।
গ্রেপ্তারকৃতরা হলো, কুড়িপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে সজিব মিয়া ওরফে ছগির (২২) ও একই এলাকার আকবর আলীর ছেলে আরমান আলী (২০)।
মামলার বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কারখানা ছুটির পর বাসায় ফেরার উদ্দেশ্যে সোমবার রাতে উপজেলার কুড়িপাড়ার রাস্তায় পৌঁছালে ছগির ও আরমান পিছন থেকে মুখচেপে ধরে পাশের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। সেখানে ওই নারীর পড়নের ওড়না দিয়ে মুখ বেধে প্রথমে ছগির ও পরে আরমান ধর্ষণ করে। পরবর্তীতে পালাক্রমে দুই যুবক আরো একাধিকবার ধর্ষণ করে। এতে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে দুই ছগির ও আরমান পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে তার মাকে বিস্তারিত জানায়।
তিনি জানান, এ ঘটনায় রাতে ওই নারীর শ্রমিকের মা থানায় অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবকেরা ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে মঙ্গলবার দুপুরে মামলা হলে দুই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এছাড়াও নারী শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।