ফতুল্লা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের ফতুল্লার একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে ফতুল্লা জেনারেল হাসপাতালে ওই ঘটনাটি ঘটে। এই ঘটনায় ওই শিশুর বাবা মাসুম মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মৃত শিশুটির নানী বলেন, গত বুধবার বিকেল ৪টায় ফতুল্লা জেনারেল হাসপাতালে তার মেয়ে পিংকিকে ভর্তি করানো হয়। একই দিন বিকেল সাড়ে ৫টায় অস্ত্রোপচারের মাধ্যমে তার মেয়ের ছেলে সন্তান জন্ম নেয়। এবং তার পর থেকে নবজাতক শিশুর অবস্থার অবনতি হতে থাকে।
শনিবার রাতে অবস্থার অবনতি ঘটলে ক্লিনিকটির চিকিৎসকেরা জোর করে অন্যত্র চিকিৎসা নিতে রোগীকে বের করে দেয়ার চেষ্টা করে। কিন্তু রাত গভীর হওয়ায় সম্ভব হয়নি। আজ রবিবার ভোরে ঢাকা শিশু হাসপাতালে নেয়ার পথে নবজাতকের মৃত্যু হয়।
উল্লেখ্য, এই ক্লিনিকে কিছুদিন আগেও রক্তের ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া প্রায় সময়ই এই ক্লিনিকে রোগিদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ভুল রিপোর্ট দেয়া হয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে। এই ক্লিনিকটি বহুতল ভবনে হলেও লিফটের কোন ব্যবস্থা নেই। নিয়ম অনুযায়ী ২য় তলার উপরে কোন ক্লিনিক থাকে লিফট সুবিধা থাকা বাধ্যতামূলক কিন্তু মোস্তাফিজ সেন্টার কর্তৃপক্ষ তা মানছেন না এমন অভিযোগ ভুক্তভোগী মহলের। এ ব্যাপারে সিভিল সার্জনের হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগীরা।
হাসপাতালের ম্যানেজার এম আর কেনন জানান, রাতে নবজাতকের অবস্থা খারাপ হওয়ায় তাকে রেফার্ড করা হয়।