বন্দরে যুবলীগ নেতা খাঁন মাসুদের শেখ রাসেলের জন্মদিন পালন
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন পালন করেছেন যুবলীগ নেতা খান মাসুদ।
শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বন্দর খেয়াঘাট এলাকায় খান মাসুদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।
এসময় খান মাসুদ বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী নরপিশাচ ঘাতকের দল। ঘাতকের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শেখ রাসেলও। স্বাধীনতা বিরোধী ঘাতকরা থেমে নেই পাকিস্তানী প্রেতাত্মা বিএনপি-জামাত এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামাত কখনো এদেশের উন্নয় চায়না । ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয় বাধাগ্রস্থ করতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, শেখ মমিন, মোঃ সানি, মোঃ হোসেন, আজিজুল হক আজিজ, মোঃ মাকসুদ, রতন, রাজু আহমেদ, মোঃ রাজিব, মোখলেছ, ইমরান চিশতী প্রমুখ।