বন্দরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১৮অক্টোবর) সকালে ভেঁজেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মিরাজ (৭) ও অয়ন (৫)। তারা দুইজনই আপন চাচাতো জেঠাতো ভাই একই বাড়ির। দুই শিশুর মৃত্যুতে পারিবার গ্রামবাসীর মধ্যে চলছে শোকের মাতম।

গ্রামবাসী জানান, উপজেলার বন্দর ইউপির ভেঁজেরগাঁও গ্রামের আল-আমিন মিয়ার ছেলে মিরাজ ও আল-আমিন মিয়ার ছোট ভাই আলমগীর মিয়ার ছেলে অয়ন চাচাতো জেঠাতো দুই ভাই শুক্রবার সকাল ১০ টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দুই শিশু গোসল করতে গিয়ে ২-৩ ঘন্টা পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুরে খোঁজতে থাকেন।

এসময় পুকুরের পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষনা করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com