না’গঞ্জে রেলের ৩ একর জমি উদ্ধার

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে রেলওয়ের প্রায় ৩ একর জমি অবৈধ দখলমুক্ত করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৬ অক্টোবর) সকালে নগরীর কালীরবাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে।

 

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল (ঢাকা) এস্টেট অফিসার ও ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলামের নেতৃত্বে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। এসময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

নজরুল ইসলাম জানান, রেলওয়ের জমি অবৈধভাবে দখলে রেখে যেসব স্থাপনা তৈরি করা হয়েছিল সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় ৩ একর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জমিতে কোন অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়ের সকল জমি অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে।

 

উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ উপস্থিত ছিল।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com