ভারতে সড়ক দূর্ঘটনায় ৪ হকি খেলোয়াড় নিহত
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ভারতে ‘ধ্যানচন্দ্র ট্রফি’তে খেলতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেখানকার জাতীয় পর্যায়ের চার হকি খেলোয়াড় নিহত হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবারের এই দুর্ঘটনায় চরজন নিহত ছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
জানাগেছে, খেলোয়াড়দের গাড়ি মধ্য প্রদেশের ইতারসি শহর থেকে হোশঙ্গাবাদে যাচ্ছিল। ন্যাশনাল হাইওয়েতে উঠলে রিজালপুর গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
এই সংবাদটি লেখা পযর্ন্ত পুলিশ হতাহতদের কোন পরিচয় জানাতে পারেনি ।