চিকিৎসার জন্য সিঙ্গাপুর পৌছেছেন ওবায়দুল কাদের

শাহাদাত রাসেল চৌধুরী , প্রেসবাংলা২৪ডটকম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাইপাস সার্জারির পরবর্তী ফলোআপ এর জন্য সিঙ্গাপুরে পৌছেছেন ।
বৃহস্পতিবার (১০অক্টোবর) সিঙ্গাপুর সময় সন্ধা ৭.৩০ মিনিটে তিনি সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান ।
এসময় সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোস্তাফিজুর রহমান এবং ওয়েলফেয়ার অফিসার মোঃ আল আমিন হোসেন বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মন্ত্রীকে অভ্যর্থনা জাননা।
পরে বাংলাদেশ আওয়ামীলীগ সিঙ্গাপুর শাখা ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন এর নেতৃত্বে সিঙ্গাপুর আওয়ামীলীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করে সিঙ্গাপুর শাখা আওয়ামীলীগ।
জানা গেছে, আগামীকাল সকাল ১০ টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে ডাঃপিলিফকোর অধিনে চেক-আপ করানো হবে।