আবরার হত্যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ নেতা বহিষ্কার

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আবরারকে হত্যার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের সংশ্লিষ্টতা তদন্তে সোমবার দুপুরে দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ারও সময়সীমা বেঁধে দেয়। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, এই হত্যা অনাকাঙ্ক্ষিত ও কষ্টের। জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

 

বহিষ্কৃতরা হলেন -বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহসভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-দপ্তর সম্পাদক মুজতবা রাফিদ, সদস্য মুসতাসির আল জেমি, সদস্য এহতেসামুল রাব্বি তানিম ও সদস্য মুজাহিদুর রহমান।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com