বাংলাদেশ ক্রিকেট কারনিভাল ২০১৯ এর পুরস্কার বিতরণ

শাহাদাত রাসেল, প্রেসবাংলা২৪ডটকম:  বাংলাদেশ হাইকমিশন ও সিংগাপুর বাংলাদেশ সোসাইটি’র যৌথ উদ্দোগে আয়োজন করা হয়েছিল “বাংলাদেশ ক্রিকেট কারনিভাল ২০১৯” |
এবারেও মোট ১২টি দল ও ১২০ জন খেলোয়ার এই খেলায় অংশ নিয়েছিলেন । অনেক হাড্ডা-হাড্ডি লড়াই এর পর খেলায় ড্র হয় এবং যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়েছে ‘এস বি এম’ ও বাংলাদেশ হাইকমিশন হিরো দল ।
গতকাল  আয়োজক কমিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে  সিংগাপুর বাংলাদেশ সোসাইটি’র অফিসে | অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিঙ্গাপুর হাই কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান ।
 এই খেলায় পাশে থেকে যারা আমাদের সাহায্য করেছেন তাদের সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে  ধন্যবাদ জানানো হয়।   এবং বিশেষ ধন্যবাদ জানানো হয় ক্রিয়া সম্পাদক দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ জহিরুল ইসলামকে।
এ সময় সকল দর্শক ও সিংগাপুর বাংলাদেশ সোসাইটি’র সকল ম্যানেজমেন্ট কমিটিকে আগামিতেও আয়োজক কমিটির পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com