কাশীপুরের পূজা মণ্ডপগুলোতে শামীম ওসমানের অর্থ প্রদান

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শারদীয় দুর্গাপূজা উৎসব পালনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের নিজস্ব তহবিল হতে কাশিপুর ইউনিয়নের প্রতিটি পূজামন্ডপে নগদ অর্থ অনুদান দিয়েছে। শামীম ওসমানের পক্ষ হতে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল পূজামন্ডব কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন। প্রতিটি পুজামন্ডবে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কাশিপুর খিলমার্কেটে এম সাইফউল্লাহ বাদল পূজামন্ডব কমিটি গুলোর হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
এরআগে কাশিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়নের সকল পূজামন্ডবে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল প্রতিটি পুজামন্ডব পরিদর্শন করে পুজামন্ডব কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান দেয়া হয়।
এদিকে কাশিপুর মধ্য জেলেপাড়া পুজামন্ডব উদযাপন কমিটির সভাপতি অর্জূন রাজবংশী, কাশিপুর নব-পাড়া পুজামন্ডব উদযাপন কমিটির সভাপতি অশোক সরকার, কাশিপুর চৌধুরী গাও পুজামন্ডবের সভাপতি বিক্রম দাস সহ সকল পুজামন্ডবের সভাপতি শামীম ওসমানের উপহার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির রতন, হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সরদার সালাউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, মিলন রাজবংশী, কেশব দাস, অবয় দাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল পুজামন্ডবের নেতৃবৃন্দ।
শামীম ওসমানের নিজস্ব তহবিল হতে কাশিপুর ইউনিয়নের পুজামন্ডব গুলোতে নগদ অর্থ প্রদানকালে সাইফ উল্লাহ বাদল বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ কথা মনে করে কাশিপুর ইউনিয়নের সকল পুজামন্ডবে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করবে। এ উৎসব পালনে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতার উদ্দ্যোগ গ্রহন করেছে । বিশেষ করে আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে। কাশিপুর ইউনিয়ন পুজামন্ডবে কেউ যদি কোন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাকে ছাড় দেয়া হবে না। নারায়ণগঞ্জের সকল পুজামন্ডপে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাউৎসব পালন করতে হিন্দুসম্প্রদায়ের প্রতি আহবান করেছেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান। তার নির্দেশ মোতাবেক আমরা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা নিজ নিজ অবস্থানে থেকে পুজামন্ডব গুলোতে পরিদর্শন করছি এবং শান্তিপূর্ণ ভাবে উৎসব পালনের ব্যাবস্থা করছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com