রূপগঞ্জে মুক্তিযোদ্ধার জমি জোর করে দখলে নিল আন্ডা রফিক!

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে এক মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের বিরুদ্ধে।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কামুর পরিবারটির দাবি, ক্ষমতার অপব্যবহার করে রফিক তাদের জমি দখল করে নিয়েছে। পুলিশ প্রশাসন কাউকে জানিয়েও কোন লাভ হচ্ছে না।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড নারায়ণগঞ্জ জেলা কমিটি।
মানব বন্ধনে বক্তারা নিরীহ পরিবারটি জমি জোর করে দখলের প্রতিবাদ জানিয়ে দ্রুত এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক সাংবাদিক শরীফউদ্দিন সবুজ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রাজু, সদস্য সৈয়দ রাসেদুল হাসান রাসেল, সদস্য সৈয়দ রাসেল, সদস্য রাজীব দাস।
মানব বন্ধনে কামরুজ্জামান কামুর স্ত্রী মনোয়ারা বেগম, সন্তান মোঃ মুকিত রহমান, পুত্রবধূ ফাতেমা রহমান ও নাতনী রওশন আরা নিশাও উপস্থিত ছিলেন।