যাদুকাটা’য় বোমা মেশিনে পাথর উত্তোলন বন্ধের দাবি পবা’র

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: সুনামগঞ্জের ঐতিহাসিক নদী-যাদুকাটা নদীতে বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাচাঁও আন্দোলন(পবা)। সেই সাথে নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নানা উদ্যোগ নেবারও দাবি জানানো হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন-সুনামগঞ্জ জেলার প্রান্তিক জনপদ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর এই উৎসমুখটি হাওর অঞ্চলের অনেক বড় বড় প্রজাতির মাছের অন্যতম প্রধান প্রজনন কেন্দ্র। তাছাড়া যাদুকাটার সৌন্দর্য, রূপ, আর প্রাকৃতিক সম্পদের কারনে সুনামগঞ্জ জেলা পেয়েছে বাংলাদেশের মধ্যে বিশাল অর্থনৈতিক গুরুত্ব। সুনামগঞ্জের যাদুকাটা নদীর উৎসমুখে সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হচ্ছে। এর ফলে মাছের অন্যতম প্রধান প্রজনন ক্ষেত্রই নষ্ট হচ্ছে না, বালুতে ভরাট হয়ে যাচ্ছে নদীর দুইপাশের জমি ও খাল-বিল, ডোবা-নালা। জমি হয়ে পরছে চাষাবাদের অনুপযোগী। এমনকি টাঙ্গুয়া হাওরসহ অন্যান্য হাওরেও এর প্রভাব বিস্তৃত হচ্ছে। দ্রুত বদলে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। এতে মাছসহ অন্যান্য জলজ প্রানীর উপযোগী আবাসস্থল বিনষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রাকৃতিক মাছ উৎপাদনও কমে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নেতা এডভোকেট সুজা আহমেদ, কৃষকলীগ সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, যুক্তরাজ্য যুবলীগ নেতা জাকেরী রেজা জয়, বানিপার চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক আতিক পূর্ণিয়া, ধর্মপাশা উন্নয়ন ফোরাম যুগ্ম সম্পাদক নির্মল দেবনাথ, সুনামগঞ্জ সমিতির দপ্তর সম্পাদক রাজিব কুমার রায়, ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের নেতা আরিফ হাসান সায়িম ও মাহমুদ হাসান তারেক।
সমাবেশে বক্তারা আরো বলেন, সুনামগঞ্জের যাদুকাটা নদীর উৎসমুখে সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হচ্ছে। একশ্রেণীর অর্থলোভী দানব কৃতির লুটেরা গোষ্ঠী শত বছরের প্রকৃতির ব্যালেন্স নষ্ট করে, লক্ষ লক্ষ পাথর ও বারকী শ্রমিকের পেটে লাথি মেরে বোমা মেশিন ও ড্রেজিং মেশিন দিয়ে নদীর পাড় ধ্বংস করে প্রতিদিন কোটি টাকার পাথর, বালু উত্তোলন করছে।