চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চাঁদাবাজি মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার লালখা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজল ও তার সহযোগী অপুসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে হায়াত আলীর কোতালেরবাগ এলাকার বাড়িতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মারধর করে। পরে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় কোতালেরবাগ এলাকার আবুল হোসেন চৌধুরীর পুত্র হায়াত আলী বাদি হয়ে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম ও তার সহযোগী অপুসহ অজ্ঞাতনামা ৫/৬ বিরুদ্ধে মামলা করেন। পরে ওই রাতেই কামরুল ইসলাম কাজলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, চাঁদাবাজির মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।