কলকাতায় সম্মাননা পেলেন সংগীত শিল্পী সানাম সুমি

বিনোদন প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বর্তমানে বাংলাদেশের যে কজয়জন সংগীত শিল্পীর মধ্যে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী সানাম সুমি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) কলকাতা রবীন্দ্র সদনে ‘ইচ্ছে ডানা’র আয়োজনে সংগীতে অবদান রাখায় সম্মাননা পেয়েছেন তিনি। সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন ইচ্ছে ডানা’র দীপক বাসু মল্লিক। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ভূমি ক্লাব এর অশোক বাসু মল্লিক, কলকাতার জয়েন কমিশনার সুজয় কুমার চন্দ্র, নিউজ টেগ ইনডিয়ার মিডিয়া ইনচার্জ মোঃ ইশতিয়াক আলম ও কলকাতা আইসিসিআর এর ডিরেক্টর গৌতম দে।
জয়পুরহাটের মেয়ে সানাম সুমি ঢাকায় বসবাস করেন, সংগীত ই তার ধ্যান-সাধনা। সংগীতময় ব্যস্ত জীবনে সুমি সামলিয়ে চলছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান, পাশা-পাশি সুমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতেও বেশ সক্রীয়।গত সংসদ নির্বাচনে সংরক্ষীত নারী আসনে বগুড়া-জয়পুরহাট আসন থেকে তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, আসন বিন্যাসের কারনে নমিনেশন না পেলেও সুমি হাল ছাড়েননি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার অগাধ বিশ্বাস, আগামি নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন নিয়েই তিনি সংসদ নির্বাচন করে জনগনের সেবা করবেন। সেই লক্ষ্যেই সুমি নিজেকে জড়িয়ে রেখেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে।
সানাম সুমি বাংলাদেশ ও কলকাতার মানুষের কাছে একজন প্রিয় কন্ঠশিল্পী। তার কন্ঠের যাদুতে মুগ্ধ হয় দুই বাংলার দর্শক শ্রোতা। সম্প্রতি কলকাতার রবীন্দ্র সদনের অনুষ্ঠান তাই প্রমাণ করে।
কলকাতা থেকে ফোনে প্রদিবেদককে সানাম সুমি তার অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমি আনন্দিত। কেন আনন্দিত জানেন। আজ আমি এতোগুলো সম্মানিত ব্যক্তিদের হাত থেকে সম্মাননা নিলাম। তাদের হাত থেকে সম্মাননা নিয়ে নিজেকে ধন্য মনে করছি। তাদের বাংলাদেশে প্রতি ভালোবাসা ও টান দেখে মুগ্ধ হয়েছি। বাংলাদেশী শিল্পীদের প্রতি তাদের ভালোবাসা অকৃত্রিম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য গত ২৮ জুন, কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সানাম সুমি । পেয়ে ছিলেন বিশেষ সম্মাননাও।
বিটিভির তালিকা ভুক্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী সানাম সুমি প্লে মিউজিক প্রডাকশনের কর্ণধার এবং বিনোদন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিডিয়া প্লে মিউজিক ডটকম এর প্রকাশক। গানের পাশাপাশি তিনি বেশ কয়েকটি জনপ্রিয় নাটকও প্রযোজনা করেছেন।