সিদ্ধিরগঞ্জে সেভেন মার্ডারের পর এবার ত্রিপল মার্ডার

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সেভেন মার্ডারের পর সিদ্ধিরগঞ্জে এবার ত্রিপল মার্ডারের সন ঘটনা ঘটেছে। একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ারের বাড়ি থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন (২৮), শিশু নুসরাত (৬) ও খাদিজা (২)।

 

এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে সুমন কর্মস্থল থেকে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ও দুই কন্যার মরদেহ পরে আছে । দুর্বৃত্তরা  কুপিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পুলিশ সুপার হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা গেছে ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com