‘হাওরের মানুষ নতি স্বীকার করে না, আমি হাওরের মানুষ’
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমার সাথে কালাপাহাড়িয়ার মানুষের মিল হলো- আমি হাওরের মানুষ, পানির মানুষ। আপনারাও হাওরের মানুষ, পানির মানুষ। হাওরের মানুষের দু’টি বৈশিষ্ট্য হলো- এরা হয় প্রচন্ড সাহসী আর এরা কখনো অন্যায়ের কাছে নতি স্বীকার করে না।
বুধবার (১৮ সেপ্টেম্বর) আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কালাপাহড়িয়া হাওর বেষ্টিত কিন্তু আমার বাড়ীই হলো হাওরে। এক কোনায় থেকে আরেক কোনায় যেতে হলে নৌকা লাগে। কালাপাহাড়িয়া হাওর এলাকা হলেও এখানে বিদ্যুৎ এসে পৌছেছে, কিন্তু আমাদের হাওরে তো বিদ্যুৎও পৌছায় নাই। শুধু কালাপাহাড়িয়াই নয় সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগোচ্ছে।
এসপি বলেন, আপনারা যাকে চিনেন তাকে আমিও চিনি। তিনি এক সময় ইউনিভার্সিটিতে আমার নেতা ছিলেন। ভাগ্যক্রমে যখন আমি নারায়ণগঞ্জের এসপি তখন তিনি এই এলাকার সংসদ সদস্য। উনাকে আপনারা বারবার এমপি হিসাবে নির্বাচিত করছেন।
তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগে আমি বলেছিলাম আমি কালাপাহাড়িয়া ইউনিয়নে যাবো। তখনও ভোটের হিসাব নিকাশ হয়নি তখন তিনি আমাকে বলেছিলেন, নির্বাচনের পরে আমরা ওইখানে পিকনিক করবো। পুলিশের চাকরিতে তো শেষ বলতে কোন শব্দ নাই। দেখা গেল কোন ঘটনায় আমিই নাই। মনের মধ্যে একটা অতৃপ্ত বাসনা থাকবে যে আমার নেতা বলছিলেন যে আমাকে কালাপাহাড়িয়া নিয়ে যাবে সেই যে তার ইচ্ছা সেটা তো তার পূরণ হবে না। তাই তিনি বিদেশ থাকার পরেও আমি ভাবলাম তিনি হয়ত ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলবো না। তাই আমি ডেটটি ঠিক করেছি আজকে। তাই তিনি একদিন আগেই বিদেশ থেকে চলে আসছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) আফসার উদ্দিন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রমুখ।